Home / মিডিয়া নিউজ / আতঙ্কে দুচোখের পাতা এক হয়নি জয়া বচ্চনের, মাঝরাতে পুলিশকে ফোন

আতঙ্কে দুচোখের পাতা এক হয়নি জয়া বচ্চনের, মাঝরাতে পুলিশকে ফোন

বলিউডের কিংবদন্তী অভিনেতা বলা হয় অমিতাভ বচ্চন কে আশির দশক বাতার ওই সময়টাতে তিনি

ভারতের অন্যতম জনপ্রিয় একজন অভিনেতা ছিলেন। ক্যারিয়ারে অসংখ্য সিনেমা তিনি করেছেন এবং

যেগুলো ওই সময়টাতে ব্যাপক সাফল্য অর্জন করেছিল তার অসাধারণ অভিনয় দক্ষতা আর নজরকাড়া

ব্যক্তিত্ব মুগ্ধ পরিচালক-প্রযোজক থেকে সাধারন ভক্ত সবাই এখনো পর্যন্ত তার অভিনয় এবং তার ব্যক্তিত্ব নিয়ে বলিউডে যথেষ্ট সুনাম রয়েছে। ব্যক্তিগত জীবনে অমিতাভ বচ্চন বিয়ে করেছেন জয়া ভাদুড়িকে এবং এখনো পর্যন্ত তাদের সংসার সুখে শান্তিতে চলে আসছে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জলসা বাড়ির চার সদস্যই মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি। অমিতাভ বচ্চন, অভিষেক, ঐশ্বরিয়া ও ’বেবি’ আরাধ্যা সকলেই চিকিৎসাধীন অবস্থায় আছেন। তাঁদের অবস্থা বর্তমানে স্থিতিশীল বলেই জানা গিয়েছে। তবে জয়া বচ্চনের রিপোর্ট নেগেটিভ। অতঃপর জলসা বাংলোয় তিনি এখন একা, যদিও বাড়ির পরিচারক, কর্মীরা রয়েছেন। তবে এর মাঝেই নতুন এক আশঙ্কা তাড়া করে বেড়াচ্ছে জয়াকে। যার জেরে বিনিদ্র রজনী কাটাতে হচ্ছে এ অভিনেত্রী ও রাজনীতিবিদকে!

শোনা যাচ্ছে, জলসার বাইরে রাত-বিরেতে বাইকারদের এত উৎপাত শুরু হয়েছে, যে জয়া রীতিমতো দু’চোখের পাতা এক করতে পারছেন না! শুধু বাইক নিয়ে রেস-ই নয়, তার সঙ্গে পাল্লা দিয়ে চলছে চিৎকার, চেঁচামেচি, হুল্লোর। যদিও অমিতাভ-অভিষেকের করোনা ধরা পড়ার পরই বৃহন্মুম্বই পৌরসভার তরফে সিল করে দেওয়া হয়েছে। তবে রোজ সেই চিৎকার-চেঁচামেচিতে ঘুমোতে পারছেন না জয়া। শেষ অবধি শনিবার পুলিশের দ্বারস্থ হয়েছেন অমিতাভ-ঘরণি।

জয়ার অভিযোগ, তাঁর বাড়ির সামনে কিছু ছেলে রাত ১১ টা থেকে ১২ টার সময় এসে বাইক নিয়ে রেস করতে থাকে। শুধু তাই নয়, তারস্বরে চিৎকারও করে। আর এই বাইকারদের জন্যই আতঙ্কিত হয়ে পড়েছেন তিনি। তাই অবস্থা বেগতিক দেখে জয়া বচ্চন গত রাতেই ১০০ ডায়াল করে পুলিশে অভিযোগ জানিয়েছেন বলে জানা গেছে। মুম্বাই পুলিশ প্রবীণ অভিনেত্রী তথা রাজনীতিকের অভিযোগ পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে যায়। কিন্তু ততক্ষণে বাইকাররা সেখান থেকে চম্পট দিয়েছে! তাই পুলিশের কাছে ধরাও পড়েনি। তবে জয়ার অভিযোগের পরই নাইট শিফটে থাকা কর্তব্যরত পুলিশকর্মীদের ইতিমধ্যেই এলার্ট থাকার নির্দেশ দিয়েছে মুম্বই পুলিশ।

অন্যদিকে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, সিসিটিভি ফুটেজ থেকে বাইকারদের বাইকের নম্বর নেওয়া হয়েছে। খতিয়ে দেখা হবে তাদের কোনও অসৎ উদ্দেশ্য ছিল কিনা! তবে, এই করোনা আবহে মুম্বাইয়ে যেখানে চরম পরিস্থিতি, এই সময়ে এত রাতে বাইকাররা নির্দেশিকা লঙ্ঘন করে রেস কী করে? উঠছে প্রশ্ন। মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে, সেই বিষয়টিকেও তাঁরা খতিয়ে দেখছে।

সম্প্রতিক সময়ে করো না ভাইরাসের তান্ডব চলেছেন বলিউডের অন্যতম কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন এর পরিবার প্রথমে দেখা গিয়েছিল অভিনেতা অমিতাভ বচ্চন হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রথমে সভাপতি ভেবেছিল তারা যে তিনি প্রায়ই হাসপাতালে যান স্বাস্থ্য পরীক্ষার জন্য তারই হয়তো ধারাবাহিকতায় এবার তিনি স্বাস্থ্য পরীক্ষা করতে গিয়েছিলেন কিন্তু ঘটনা আসলে তা নয় তিনি কোন ভাইরাসে আক্রান্ত ছিলেন

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *