Home / মিডিয়া নিউজ / অজয়ের সাথে পরিচয় না থাকলে শাহরুখকে বিয়ে করতেন কিনা এমন প্রশ্নে যা বললেন কাজল

অজয়ের সাথে পরিচয় না থাকলে শাহরুখকে বিয়ে করতেন কিনা এমন প্রশ্নে যা বললেন কাজল

নব্বইয়ের এর দশক থেকে শুরু করে আজ পর্যন্ত বলিউডে শাহরুখ খান এবং কাজল দেবগন এর

জুটির প্রশংসা এখনো মানুষ করে আসছে। ওই সময়টা ছিল তাদের জন্য স্বর্ণালী যুগ এখন হয়তো

সংসারের চাপে এবং ব্যক্তিগত কারণে অভিনয় থেকে অনেকটা দূরে রয়েছেন কাজল কিন্তু শাহরুখ

খান বর্তমান সময় অভিনয় করছেন এবং তিনিও বর্তমানে সিনেমা থেকে বেশ কিছুটা দূরে রয়েছেন

তবে তিনি একেবারেই ছেড়ে দেননি সিনেমা। নব্বইয়ের দশকে শাহরুখ এবং কাজল অভিনীত সিনেমাগুলো সুপার ডুপার হিট করেছিল যা এখনো মানুষ দেখে

সম্প্রতি ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে প্রশ্নত্তর পর্বে তাঁদের সমস্ত প্রশ্নের জবাব দিয়েছেন কাজল। ভক্তদের উদ্দেশ্য ইনস্টাগ্রামে কাজল লেখেন, আমাকে যা খুশি প্রশ্ন করতে পারো। এরপরই তাঁর দিকে ধেয়ে আসে নানান প্রশ্ন।

অজয় দেবগনে সঙ্গে তাঁর বিয়েটা লাভ মেরেজ ছিল নাকি এরেঞ্জ মেরেজ ছিল? উত্তরে কাজল বলেন লাভ মেরেজ । যখন আপনার স্বামী আপনার থেকে সন্তানদের বেশি ভালোবাসে, তখন কি হিংসা হয়?

উত্তরে কাজল বলেন, কখনও কখনও, তবে ও এটাই করে? প্রথম ক্রাস? উত্তরে কাজল বলেন আমার প্রথম ক্রাশ বিবাহ। সহ অভিনেতা হিসাবে কাকে পছন্দ শাহরুখ নাকি কাজল? উত্তরে কাজল বলেন, পরিস্থিতির উপর নির্ভর করছে।

তোমার কটা সন্তান? এর উত্তরে কাজল বলেন, আপাতত ২টো, আর হওয়ার কোনও সম্ভবনাও নেই। যদি অজয়ের সঙ্গে আলাপ না হতো, তাহলে কি শাহরুখকে বিয়ে করতেন? উত্তরে কাজল বলেন, ও তো কখনও আমায় প্রস্তাবই দেয়নি।

শাহরুখ খান এবং কাজলের বন্ধুত্বের কথা বলিউডের সকলেরই জানা তারা এক সময় কাজের সুবাদে গভীর বন্ধুত্ব ছিলেন এখনো তাদের বন্ধুত্বের কোন কমতি নেই। বলিউডে নব্বইয়ের দশকে

দুজনেই ছিলেন ব্যাপক জনপ্রিয় এবং এই দু’জনকেই দর্শক ব্যাপকভাবে পছন্দের তালিকায় রেখেছিলেন বিশেষ করে এই জুটিকে পর্দায় দেখতে দর্শক খুবই আগ্রহ প্রকাশ করেছিল এবং নব্বইয়ের দশকে এই জুটির সিনেমা সবথেকে বেশি সাফল্য এনে দিয়েছিল

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *