





গোটা বিশ্বের মানুষ এখন বিপর্যস্থ করনা ভাইরাসের প্রকোপে। সাধারণ মানুষের পাশাপাশি হলিউড-বলিউডের






অভিনেতারাও আতঙ্কিত প্রাণঘাতী এই ভাইরাসটির কারণে।এরইমধ্যে হলিউড বলিউডের অনেক তারকা






করোনাভাইরাস এর আক্রান্তের খবর মিলেছে তবে বেশিরভাগ তারকারাই এই ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে






যাওয়ার সঙ্গে সঙ্গে নিজেদেরকে এবং পরিবারকে সুরক্ষিত রাখতে ঘরে অবস্থান করছেন এবং জনসাধারণকেও ঘরে থাকতে অনুরোধ করে যাচ্ছেন। তবে এরই মধ্যে ঘরে থেকেও তারা বিভিন্ন সামাজিক কাজকর্ম পরিচালনা করছেন বিশেষ করে অসহায়দের সাহায্য করা এবং ধারাবাহিক ত্রাণ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন অনেক তারকারা।অভিনেতা আমির খান ও তার ব্যতিক্রম নয় তিনিও সাধ্যমত চেষ্টা করে যাচ্ছেন অসহায়দের সহায়তা করার জন্য
করোনাভাইরাসের জেরে লকডাউনে বিপর্যস্ত ভারত। দেশের দরিদ্র শ্রেণির বহু মানুষকে সাহায্যের জন্য রাষ্ট্রীয় ও ব্যক্তিগতভাবে অনেকেই এগিয়ে এসেছেন। অমিতাভ বচ্চন, শাহরুখ ও সালমান খানসহ অনেক তারকারাও দুই হাত খুলে সহায়তা দিচ্ছেন।
তবে নিরব ছিলেন আমির খান। অবশেষে অসহায় মানুষদের সাহায্যে এগিয়ে আসেন আমির খানও। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের পাশাপাশি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের জন্যও এগিয়ে এসেছেন। এবার নতুন খবরে আলোচনায় আমির খান।
শোনা যাচ্ছে বলিউডের পারফেকশনিস্ট নাকি আটার প্যাকেটে করে দুঃস্থদের মাঝে টাকা দান করেছেন। মঙ্গলবার সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় এসেছে একটি টিকটক ভিডিও। এখানে দেখা যাচ্ছে, দিল্লির এক বস্তি এলাকায় আসে আটার প্যাকেট ভর্তি একটি লরি ৷ আর প্রত্যেকটি আটার প্যাকেটে আছে ১৫ হাজার টাকা৷ টিকটক ভিডিওর কথায়, এই ব্যবস্থা করেছেন আমির খান ৷ তবে এ বিষয়ে এখনো আমির খানের কোনো মন্তব্য মেলেনি।
করোনা ভাইরাসের প্রকোপে দুঃস্থদের পাশে দাঁড়িয়েছেন বলিউডের আরও অনেক তারকা ৷ অক্ষয় কুমার, সালমান খান, শাহরুখ খান, অভিষেক বচ্চন, আনুষ্কা শর্মা, বরুণ ধাওয়ানরাও নিজের মতো করে অর্থ সাহায্য করেছেন ৷ তবে আমির আর্থিক সাহায্যের খবর আগে পাওয়া যায়নি। কারণ দানের বিষয়টি গোপন রাখতে চেয়েছিলেন তিনি।
বলিউডের মিস্টার পারফেকশনিস্ট বলা হয় আমির খান কে। মূলত তিনি যে চরিত্র করেন সেই চরিত্র কি নিজের মধ্যে তিনি ধারণ করতে পারেন অসাধারণ অভিনয় গুণে গুণান্বিত এই তারকা অভিনেতা ক্যারিয়ারে অসংখ্য ব্যবসাসফল সিনেমা বলিউডকে উপহার দিয়েছেন। তিনি হয়তো খুব বেশি সিনেমা প্রতিবছর করেন না অনেক বেঁচে কুটে তিনি সিনেমা করেন কিন্তু যেগুলো ই করেন না কেন সেগুলো মাস্টারপিস মুভি হিসেবে স্বীকৃতি পায়। তবে সাম্প্রতিক কালে তার কয়েকটি সিনেমা তেমন একটা সাড়া জাগাতে পারেনি কিন্তু আগামী দিনে সকল ব্যর্থতা কাটিয়ে উঠে দর্শকদের জন্য ভালো কিছু নিয়ে আসবেন বলে আশাবাদী এই অভিনেতা