Home / মিডিয়া নিউজ / সালমানকে রেখে তার বন্ধুকে বেছে নিলেন সোনাক্ষী

সালমানকে রেখে তার বন্ধুকে বেছে নিলেন সোনাক্ষী

বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী দের মধ্যে একজন হলো অভিনেত্রী সোনাক্ষী সিনহা। তাকে বলা

যায় বলিউডের সফলতম অভিনেত্রী দের মধ্যে একজন।তিনি হয়তো খুব বেশী সিনেমা করেন না কিন্তু

হাতেগোনা এই কয়েকটি সিনেমা দিয়ে তিনি ইতিমধ্যে ব্লকবাস্টার এবং হিট নায়িকা হিসেবে নিজের পরিচয়

কে বলিউডে তুলে ধরতে সক্ষম হয়েছেন। অবশ্য এর পেছনে অনেক কারণ রয়েছে অনেকেই মনে করছে

তিনি যেসব সিনেমা করেন সেগুলো বলিউডের সুপারহিট নায়ক দের হাত ধরেই করেন। তার অনেকগুলো সিনেমা রয়েছে যেগুলো বলিউডের ভাইজান খ্যাত অভিনেতা সালমান খানের সঙ্গে করা এবং সেগুলো প্রত্যেকটা একটা সুপারহিট সিনেমা। ব্যক্তিগত জীবনে সোনাক্ষী সিনহা এখনো সঙ্গীহীন তবে সম্প্রতিককালে তার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে জোরদারভাবে

জাহির ইকবালের সঙ্গে ডেট করছেন সোনাক্ষী সিনহা! বিষয়টি নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে বি টাউনে। যদিও সোনাক্ষী মুখ খোলেননি গুঞ্জন নিয়ে, কিন্তু জাহির কি বললেন জানেন!

বিষয়টি খোলসা করেই বাল যাক তাহলে। সম্প্রতি সালমান খানের প্রিয় পাত্র জাহির ইকবালের সঙ্গে বন্ধুত্ব হয় সোনাক্ষীর।

দুজনকে মাঝে মধ্যেই নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলের মাধ্যমে জমিয়ে গল্প করতে দেখা যায়। সোনাক্ষী এবং জাহিরের বন্ধুত্বের মাঝেই তাদের সম্পর্ক নিয়ে জোর শোরগোল শুরু হয়। কেউ কেউ বলতে শুরু করেন, দাবাং অভিনেত্রীর সঙ্গে নাকি ডেট করছেন জাহির।

এ বিষয়ে জাহিরকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, সোনাক্ষী তার ভাল বন্ধু। তাদের সম্পর্কের গুঞ্জন কানে আসার পরই, দুজনেই হেসে ফেলেন।

তবে বলিউডে কাজ শুরু করার পর, এটা তার জীবনের প্রথম গুঞ্জন। তাও আবার সোনাক্ষীর মতো অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়ে। তাই এ বিষয়ে কী বলবেন, তা বুঝে উঠতে পারছেন না বলেও মন্তব্য করেন জাহির।

সালমান খানের পরবর্তী সিনেমা ’কাভি ইদ কাভি দিওয়ালি’তে জাহির ইকবালকে দেখা যাবে বলে শোনা যাচ্ছে।

প্রসঙ্গত, বান্টি সচদেভের সঙ্গে বিচ্ছেদর পর নতুন করে জাহিরের সঙ্গে নাম জড়িয়ে পড়ে সোনাক্ষী সিনহার।

প্রসঙ্গত,বলিউডের শক্তিশালী অভিনেতা শত্রুগণ সিনহার মেয়ে সোনাক্ষী সিনহা। তারকা সন্তান হয়েও নিজের পরিচয়টা বলিউডে তিনি রাখতে সমর্থ হয়েছেন।

তিনি অভিনয় জীবনে পদার্পণ করেছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা সালমান খানের হাত ধরে। সালমান খান অভিনীত দাবাং সিনেমাটির মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তিনি এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে একের পর এক সুপারহিট সিনেমা তিনি বলিউড কে দিয়ে গেছে অবশ্য আমিন খানের সঙ্গে একাধিকবার জুটি বেঁধে সিনেমা করার ফলে বলিউডে সালমান খান এবং সোনাক্ষি সিনহার প্রেমের গুঞ্জন তৈরি হয়েছিল

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *