Home / মিডিয়া নিউজ / মেয়ের ছবিতে নাক না গলাতে বাবাকে নোটিশ

মেয়ের ছবিতে নাক না গলাতে বাবাকে নোটিশ

চার বছর আগে বলিউডে অভিষেক হয়েছিল অভিনেতা সুনীল শেঠির কন্যা আথিয়া শেঠির। সুপারস্টার

সালমান খান প্রযোজিত ’হিরো’ সিনেমায় আদিত্য পাঞ্চোলির ছেলে সুরজ পাঞ্চোলির বিপরীতে জুটি বেঁধেছিলেন আথিয়া।

বেশ ঘটা করেই অভিষেক হয় দুই স্টার কিডের। প্রথম সিনেমায় পারফরম্যান্সের জন্য আথিয়া জিতে নেন বেশ কয়েকটি পুরস্কার।

এরপর তাঁকে খুব একটা খুঁজে পাওয়া যায় না। ২০১৭ সালের ’মুবারকন’-এর পর ইন্ডাস্ট্রিতে খুব একটা পদচারণ নেই আথিয়া শেঠির।

অবশ্য ’নবাবজাদি’ সিনেমার ’তেরে নাল নাচনা’ গানে দেখা গিয়েছিল। সাম্প্রতিক খবর হলো, মেয়ের ক্যারিয়ারে ’হস্তক্ষেপ’ করছেন বাবা সুনীল শেঠি। এ জন্য চটেছেন নির্মাতারা।

আথিয়া শেঠির আগামী সিনেমা ’মতিচুর চাকনাচুর’-এর নির্মাতারা একটি বিজ্ঞপ্তি জারি করেছেন, যাতে বলা হয়েছে, এই অভিনেত্রীর বাবা সুনীল শেঠি তাঁদের প্রকল্পে হস্তক্ষেপ করছেন।

ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, মেয়ের হয়ে সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকার সুনীলের নেই। এ ক্ষেত্রে তিনি হস্তক্ষেপ করলে তা গোপনীয়তা লঙ্ঘন হিসেবেই বিবেচিত হবে।

আথিয়া শেঠি এখন ’মতিচুর চাকনাচুর’ সিনেমায় শুটিং করছেন। এতে তিনি জুটি বেঁধেছেন বিখ্যাত অভিনেতা নওয়জুদ্দিন সিদ্দিকির সঙ্গে।

সংবাদমাধ্যম মুম্বাই মিররের প্রতিবেদন অনুসারে, ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “উল্লিখিত চলচ্চিত্রে সুনীল শেঠির কোনো অধিকার,

শিরোনাম এবং/ অথবা আগ্রহ নেই বা কোনো কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি বা পরোক্ষভাবে আলোচনার বা কোনো সিদ্ধান্ত গ্রহণ, কৌশল নির্ধারণের ক্ষমতা নেই। চলচ্চিত্র বা তাঁর সৃজনশীল এবং বিপণন দলগুলোর সঙ্গে বা সংযুক্ত স্টুডিও বা স্টুডিওর সঙ্গে জড়িত বা ’মতিচুর চাকনাচুর’ চলচ্চিত্রের সাথে সংযুক্ত কারো সাথে চলচ্চিত্র বিষয়ে হস্তক্ষেপ, পরিবর্তন বা অন্য কোনো উপায়েই জড়িত থাকবেন না তিনি।”

ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ’যদি এমন করা হয়, তবে তা নিজের ঝুঁকি, খরচ এবং পরিণতিতে গোপনীয়তা লঙ্ঘন এবং অনধিকার প্রবেশ হিসেবে বিবেচিত হবে।’ প্রকল্পটির পক্ষে বিজ্ঞপ্তি প্রকাশ করেন সহ-প্রযোজক রাজেশ ও কিরণ ভাটিয়া।

জনবিজ্ঞপ্তি সম্পর্কে সুনীল শেঠিকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ’আমি সঠিক সময়ে কথা বলব।’

অনেকে মনে করেন, বাবার হস্তক্ষেপের কারণেই নাকি আথিয়া শেঠি সিনেমার প্রস্তাব কম পান। বি-টাউনের সবাই জানেন, অভিনেত্রী হিসেবে যথেষ্ট মেধাবী এই তারকা-সন্তান। ভবিষ্যতে নিশ্চয়ই আরো ভালো ভালো সিনেমার প্রস্তাব পাবেন আথিয়া। সূত্র : এনডিটিভি, ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *