





আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে যাচ্ছেন চিত্রনায়ক ফেরদৌস। দেশের একাধিক






সংবাদ মাধ্যমে এমন খবর প্রকাশ হয়েছে। বিষয়টি সম্পর্কে জানতে বুধবার সন্ধ্যায় যোগাযোগ হয় এই জনপ্রিয় তারকার সঙ্গে।






চিত্রনায়ক ফেরদৌস বলেন, \\\’এই বিষয়টি নিয়ে আমার সঙ্গে কারও কোনও কথা হয়নি। কেন হঠাৎ করে এমন খবর ছড়িয়ে পড়লো আমি জানি না। আমাকে ভালোবাসেন বলেই হয়তো আমার শুভাকাঙ্ক্ষিরা এমন খবর ছড়িয়েছেন। তবে বিষয়টি নিয়ে আমি কোনও মন্তব্য করবো না।
কোনও রাজনৈতিক দল থেকে কী আপনাকে মনোনয়নের ইঙ্গিত দেয়া হয়েছে? এমন প্রশ্নের জবাবে ফেরদৌস বলেন, \\\’আমার সঙ্গে এই বিষয় নিয়ে কারোরই কোনও কথা হয়নি। আর কোনও রাজনৈতিক দল থেকে যদি এমন কোনও প্রস্তাব আসে আমার কাছে, তখনই আমি বিষয়টি নিয়ে মন্তব্য করবো। এই মুহূর্তে বিষয়টি নিয়ে আমি কোনও মন্তব্য করতে চাই না।
সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৩তম অধিবেশনে যোগ দেন এই জনপ্রিয় চিত্রনায়ক। এরপরই গুঞ্জন ওঠে সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন তিনি। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে বিদেশ ভ্রমণে দারুণ অভিজ্ঞতা হয়েছে বলে জানান ফেরদৌস। তিনি বলেন, \\\’আমার জন্য এটা দারুণ অভিজ্ঞতা। জীবনের অন্যতম সুন্দর সময় ছিল বলে মনে করি। মাননীয় প্রধানমন্ত্রীর মাতৃসুলভ আচরণে ভীষণ মুগ্ধ হয়েছি।