





জীবনে ঘটা সবচেয়ে বিব্রতকর মুহূর্ত প্রসঙ্গে আফরান নিশো বলেন, আমার স্ত্রীকে নিয়ে একবার






ব্যাংকক গিয়েছিলাম। তখন আমার স্ত্রী ও কিছু আত্মীয়র ঘোরাঘুরি ভিডিও করছিলাম আমি। হঠাৎ






তাদের সামনেই এক তরুণী আমাকে জড়িয়ে ধরল! সেটা খুব বিব্রতকর ছিল। যখন রেগে যান তখন






কি করেণ? এমন প্রশ্নে এই অভিনেতা বলেন, অনেক চিৎকার করে। পাঁচ মিনিট পরে ঠিক হয়ে যায়।






বড় পর্দায় অভিনয়ের ইচ্ছা প্রসঙ্গে নিশো বলেন, বড় পর্দায় অভিনয়ের আলোচনা চলছে। তবে একটা হতাশার দিক আছে সিনেমা নিয়ে। আগে মা-খালারা নিয়মিত সিনেমা দেখতেন। এখন আমার পরিচিতদের মধ্যে কেউ নিয়মিত সিনেমা দেখতে যায় না। হয়তো বছরে দুবার যায়। তা-ও আবার মাল্টিপ্লেক্সগুলোতে। তাই পেশাদার মনোভাব নিয়ে এই ইন্ডাস্ট্রিতে আসা মানে ঝুঁকি নেওয়া।
তিনি আরও বলেন, বছরে একটি বা দুটি কাজ করে টিকে থাকা খুব কঠিন। আমাকে পাশাপাশি নাটকও চালিয়ে যেতে হবে। এটা আমি করতে চাই না। আবার টিকে থাকার জন্য যেসব সিনেমায় অভিনয় করতে হবে, সেগুলোও আমি ধারণ করি না। তারপরও সিনেমায় অভিনয় করা আমার প্রথম পছন্দ। বয়স হয়ে গেলে নাহয় বৃদ্ধের চরিত্রে অভিনয় করব। তারপরও যেন আমি আমার কাজ নিয়ে গর্ব করে বলতে পারি, এটা আমার সিনেমা।
বর্তমান সময়ের নাটক প্রসঙ্গে এই অভিনেতা বলেন, শিল্পীর দায়িত্ব দর্শকের রুচি তৈরি করা। দর্শক যা দেখতে চান, সেটা তৈরি না করে, আমরা যা দেখাতে চাই, তা বানানো জরুরি। অনেক সময় দেখা যায়, খুব মানসম্মত নয় এমন জিনিসেরও কোটি কোটি ’ভিউ’ হয় ইউটিউবে। তাই দর্শককে ভালো নাটক দেখতে অভ্যস্ত করতে হবে। লেটেস্টবিডিনিউজ