





অমিতাভ বচ্চন এবং তার মেয়ের কল্যাণ জুয়েলার্সের দেড় মিনিটের করা বিজ্ঞাপনে ক্ষুব্ধ হয়েছে ব্যাংক ইউনিয়ন।






ব্যাংক অফিসারদের ওই সংগঠনটির অভিযোগ, ব্যাংক ব্যাবস্থার প্রতি তারা বিজ্ঞাপনের






মাধ্যমে অনাস্থা প্রদর্শন করেছেন। এ খবরটি জানিয়েছে হিন্দুস্থান টাইম্স।






অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশন সংগঠনটি, যার সদস্য প্রায় ৩লাখ ২০ হাজার অফিসার ওই জুয়েলারির বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছে। কারন তারা মনে করছে বিজ্ঞাপনটি তাদের অনুভূতিতে আঘাত হেনেছে।
এ আইবিওসির সম্পাদক সৌম্য দত্ত বলেন, ’বিজ্ঞাপনটির বিষয়বস্তু, মর্ম একেবারে বিরক্তিকর ও অবমাননাকর এবং এর লক্ষ্যে যেন বাণিজ্যিক সুবিধা পাওয়ার জন্যে ব্যাংক ব্যাবস্থার প্রতি অবিশ্বাস তৈরি।’
তিনি কল্যাণ জুয়েলার্সের সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন এবং শুদ্ধভাবে ব্যাখ্যা দিয়েছেন। তিনি ওই জুয়েলারির কাছে চিঠি পাঠিয়েছেন। সেক্ষেত্রে জুয়েলারির মালিক বলছেন, তারা এমন কোন গল্প বানায়নি যাতে কেউ আঘাতপ্রাপ্ত হয় এবং কাউকে কোনরকম আঘাত করা তাদের উদ্দেশ্য ছিল না।
গতকাল এ বিজ্ঞাপনটি নিয়ে অমিতাভ টুইট করেছেন, ’আমার কাছে এটা একটা আবেগঘন মুহূর্ত৷ যতবার দেখছি ততবার চোখে জল চলে আসছে। কন্যা সন্তানই সেরা।’