Home / মিডিয়া নিউজ / যেমন ছিলো ডিপজল কন্যা অলিজার বিয়ে

যেমন ছিলো ডিপজল কন্যা অলিজার বিয়ে

অনুষ্ঠিত হলো ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের মেয়ে অলিজার

বিবাহোত্তর সংবর্ধনা। বৃহস্পতিবার (২৮ জুন) রাতে রাজধানীর বসুন্ধরা কনভেশনের নবরাত্রি হলে এই

বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা থেকেই একে একে বিয়েতে আসতে থাকেন চলচ্চিত্রের সিনিয়র শিল্পী থেকে বর্তমান প্রজন্মের অনেক নায়ক নায়িকা। পাশাপাশি ছিলেন রাজনৈতিক ব্যক্তিবর্গ।

এক মাত্র মেয়েকে নিয়ে মনোয়ার হোসেন ডিপজল বলেন, \’আমার এই মেয়েটিকে আমি অনেক বেশি ভালোবাসি। নিজের চোখের সামনে রেখে সব সময় বড় করেছি। লন্ডনে যখন পড়তে গেল, তখন নিজের মধ্যে একটা অস্থিরতা কাজ করত। আজ সে আমাকে ছেড়ে শ্বশুরবাড়ি চলে যাচ্ছে। এটাতে আরো বেশি কষ্ট পাচ্ছি, আবার এর মধ্যে একটা আনন্দও আছে। মেয়েকে তো ছোটবেলায় অনেক সাজিয়েছি। আমি যখন মেয়েকে নিজের হাতে মেহেদি পরিয়ে দেওয়ার সময় মনে হয়েছে, মেয়েটি এখনো সেই ছোটটিই আছে। সবাই আমার মেয়ের নতুন জীবনের জন্য দোয়া করবেন।\’

ঢাকার ব্যবসায়ী ওবায়দুর রহমান অর্পনের সঙ্গে গত ১৯ জুন মঙ্গলবার এক অনাড়ম্বর পরিবেশে অলিজার বিয়ে সম্পন্ন হয়। ২৪ জুন ধানমণ্ডির একটি হোটেলে হয় গায়ে হলুদের অনুষ্ঠান। বিবাহোত্তর সংবর্ধনায় উপস্তির ছিলেন চিত্র নায়ক ফারুক, নির্মাতা বদিউল আলম খোকন, মুসফিকুর রহমান গুলজার, নায়িকা শাবনূর, রিয়াজ, জায়েদ খান, বাপ্পী, সাইমন, শিমুল খান সহ আরো অনেকে।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *