





গেলো মঙ্গলবার (৫ জুন) দিবাগত রাতে গীতিকার, সুরকার ও শিল্পী শফিক তুহিনের করা তথ্য ও






প্রযুক্তির (আইসিটি) একটি মামলায় বাংলা গানের যুবরাজ খ্যাত সঙ্গীতশিল্পী আসিফ আকবরকে






গ্রেফতার করা হয়। বুধবার (৬ জুন) আদালতে সিআইডি ৫ দিনের রিমান্ড চান। মাননীয় আদালত






রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করেন। আসিফকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন আসিফ। তার শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত পরিবার। কারাসূত্রে জানা গেছে, কারাগারে আসিফকে সাধারণ সেলে রাখা হয়েছে। সেখানে তিনি উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন। তবে তাকে কারা মেডিকেল থেকে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়েছে। আদালতে আসিফ জানান, তার বিরুদ্ধে ৬১৭ গানের কপি রাইটের জন্য যে মামলা করা হয়েছে, তা হয়রানি করার উদ্দেশ্য মাত্র। এই সকল গানের মালিক তিনি নন। এর সঙ্গে তার কোনও সম্পৃক্ততা নেই। এছাড়াও তার সব ব্যাংকের হিসেব দেখারও আহ্বান জানান এই সংগীতশিল্পী।
এদিকে আসিফের গ্রেফতার হবার পর থেকেই তার ভক্তরা প্রিয় শিল্পীর মুক্তির জন্য সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রতিবাধের ঝড় তুলেছে। তারা চাঁদা তুলে আইনি প্রক্রিয়া চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছে। এছাড়াও আজ শুক্রবার দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করবে আসিফ ভক্তরা।
অন্যদিকে আসিফের গ্রেফতার হবার বিষয়টি কেউই ভালোভাবে দেখছেন না। এটা সুন্দর মতো বসেও সমাধান করা যেত বলে জানান সঙ্গীতের গুণীজনরা। তাদের মতে যে শিল্পী সবার বিপদে পাশে গিয়ে দাঁড়াতেন তাকে এভাবে আইনের মাধ্যমে কিংবা গ্রেফতার করা সঙ্গীতের জন্য অশনি সংকেত।