Home / মিডিয়া নিউজ / চাঁদনীর জীবনের গল্প সিনেমার চেয়েও বড় সিনেমা: জয়

চাঁদনীর জীবনের গল্প সিনেমার চেয়েও বড় সিনেমা: জয়

কন্ঠ শিল্পী বাপ্পা মজুমদারের সঙ্গে বিচ্ছেদের পর এই প্রথম টেলিভিশন পর্দায় উপস্থিত হলেন নৃত্যশিল্পী-অভিনেত্রী চাঁদনী।

শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় আলোচিত অনুষ্ঠান ’উইথ নাজিম জয়’-এ অতিথি হয়েছেন জনপ্রিয় এ তারকা।

অনুষ্ঠানে ব্যক্তিজীবনের নানা অজানা কথা প্রকাশ করেছেন চাঁদনী। বাপ্পা মজুমদারের সঙ্গে তার সম্পর্কের বিভিন্ন দিক

খোলামেলাভাবে প্রকাশ করেন তিনি। এদিকে এক সাক্ষাৎকারে জয়, চাঁদনীর সাথে এই পর্বের অভিজ্ঞতা

শেয়ার করতে গিয়ে জানালেন এই তারকা জুটির বিচ্ছেদ নিয়ে নিজের ভাবনা ও নানা অজানা কথা।

জয় জানালেন, চাঁদনী বলতে চান, তিনি এখনো বাপ্পার স্ত্রী। অনুষ্ঠানে তার সঙ্গে কথা বলে মনে হলো, তিনি খুব স্বামীভক্ত। স্বামী কোনো অন্যায় করতে পারেন, তা তিনি ভাবতেই পারেন না। তার বিশ্বাস, স্বামী তার কাছে আবার ফিরে আসবে।

এই সংসার ভাঙার কারণ হিসেবে জয় জানালেন, চাঁদনী তো বাপ্পার সঙ্গে তার সম্পর্ক ভাঙনের ব্যাপারে তানিয়া হোসাইনকে দায়ী করছেন। কেন দায়ী করছেন, তা নিয়েও বলেছেন। চাঁদনী মনে করেন, বাপ্পা তার সঙ্গে লুকোচুরি করেছেন। চাঁদনী এই অনুষ্ঠানে তার জীবনের কিছু গল্প বলেছেন। লোমহর্ষক বর্ণনা! তা সিনেমার চেয়েও বড় সিনেমা।

এদিকে জইয় জানালেন, চাঁদনী তো নিজের কথা বলে গেছেন। এরপর বাপ্পা মজুমদার আর তানিয়া হোসাইনকে আমন্ত্রণ জানাব। সেই পর্বটি প্রচারিত হবে ঈদে।

এই পর্বটি নিয়ে জয় বললেন, আমি বলব, সবার এই অনুষ্ঠানটি দেখা দরকার। তাহলে দর্শক নিজেই সত্যি-মিথ্যা যাচাই করতে পারবেন।

’উইথ নাজিম জয়’-এর এবারের পর্বটি প্রচার হবে আজ ৩০ মে বুধবার রাত ১০টায়, একুশে টিভিতে। জয়ের সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রযোজনা করছেন মাসুদুজ্জামান সোহাগ।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *