Home / মিডিয়া নিউজ / বেকার হয়ে পড়েছেন দীপিকা

বেকার হয়ে পড়েছেন দীপিকা

হাতে কাজ নেই অভিনেত্রী দীপিকা পাডুকোনের। যদিও সেটা রণবীরের সঙ্গে বিয়ের জন্য বা তার

কাঁধে চোটের জন্য নয়। বরং তার কারণ অন্য। পদ্মাবত-এর সাফল্যের পরেও এরকম শোচনীয় অবস্থা কেন প্রশ্নটা অনেকেরই।

না, তিনি কোন দুরাবস্থায় নেই। বরং খুব খুঁতখুঁতে হয়ে পড়েছেন নায়িকা। যার জন্য তিনি

এখন মন মতো কোন চিত্রনাট্যই খুঁজেই পাচ্ছেন না। তার মতে, এখন তিনি নারীকেন্দ্রিক কোন ছবি করতে আগ্রহী,

যেখানে নায়কের চরিত্রটা যেন তার চরিত্রকে ছাঁপিয়ে না যায়। এই খবর বাইরে আসতেই নিন্দুকেরা শুরু করে দিয়েছেন সমালোচনা। অনেকের মতেই এর জন্য পরোক্ষভাবে পরিচালক সঞ্জয়লীলা বনসালী এবং অভিনেতা রণবীর সিংই দায়ী। কারণ তাদের শেষ ছবিতে নাম পদ্মাবত হলেও সিনেমার মধ্যে দাপট দেখিয়েছেন তার বর্তমান বয়ফ্রেন্ড। ফলে রণবীরকে ছাপিয়ে যেতে পারেননি দিপীকাও।

এর পরেই সুন্দরীর এই সিদ্ধান্ত। যদিও এর জেরে কিন্তু দুজনের ব্যক্তিগত সম্পর্কের একদমই চিড় ধড়েনি। অন্যদিকে জোড় গুঞ্জন যে এবছরেই ’সাত পাকে বাঁধা’ পড়তে চলেছেন বলিপাড়ার এই লাভ বার্ডস। যদিও এবিষয়ে এখনই কোন মন্তব্য করতে নারাজ দু’জনেই।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *