Home / মিডিয়া নিউজ / হ্যারি-মেগানের বিয়েতে রাজকীয় সাজে প্রিয়াঙ্কা

হ্যারি-মেগানের বিয়েতে রাজকীয় সাজে প্রিয়াঙ্কা

বিশ্ববাসীর নজর এখন ইন্ডল্যান্ডের উইন্ডসরের সেন্ট জর্জেস চ্যাপেলে। রাজকীয় আরেকটি বিয়ের সাক্ষী

হতে যাচ্ছে বিশ্ববাসী। শনিবার (১৯ মে) গাঁটছড়া বাঁধছেন প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল।

তাদের বিয়ের অনুষ্ঠানে বিশ্বের নামাদামি ৬০০ ব্যক্তিদের সঙ্গে আমন্ত্রণ পেয়েছেন বলিউড ডিভা প্রিয়াঙ্কা চোপড়াও। এরইমধ্যে অনুষ্ঠানে অংশ নিতে সেখানে পৌঁছেছেন তিনি। রাজকীয় সাজে সেজ সবাইকে অবাক করে দিয়েছেন \’কোয়ান্টিকো\’খ্যাত এই তারকা।

ব্রিটিশ রাজপরিবারের এই অনুষ্ঠানে \’ভিভিয়েন্নে ওয়েস্টুড স্কার্ট স্যুট\’ পরে সৌন্দর্যের জ্যোতি ছড়ালেন তিনি। প্রিয়াঙ্কার পোশাকটি ডিজাইন করেছেন ফিলিপ ট্রেসি।

মূলত মেগান মার্কেলের বন্ধু হওয়াতে এই বিয়েতে আমন্ত্রণ পেয়েছেন প্রিয়াঙ্কা। ৩-৪ বছর আগে একটি টিভি অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের পরিচয়। এরপর দুজনের মধ্যে ভালো সম্পর্ক গড়ে ওঠে। মেগান ও প্রিয়াঙ্কা একসঙ্গে \’কোয়ান্টিকো\’র প্রথম মৌসুমে কাজ করেছিলেন।
২০১৬ সালের জুলাই থেকে চুটিয়ে প্রেম করছেন ৩৩ বছর বয়সী \’সুদর্শন তরুণ\’ হ্যারি ও ৩৬ বছর বয়সী \’গ্ল্যামার গার্ল\’ মেগান। এরপর ২০১৭ সালের নভেম্বরে প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের বাগদান হয়।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *