Home / মিডিয়া নিউজ / ১৭৩ কোটি রুপির বাংলোয় থাকেন সোনমের বর

১৭৩ কোটি রুপির বাংলোয় থাকেন সোনমের বর

বলিউড তারকা সোনম কাপুরের বিয়ে উপলক্ষে সাজানো হচ্ছে অনিল কাপুরের বাড়ি।

ইতোমধ্যে বিয়ের প্রস্তুতি নিয়ে অসংখ্য খবর প্রকাশ হয়েছে সংবাদমাধ্যমে। কিন্তু, বর আনন্দ আহুজার

দিল্লিতে যে বাড়ি রয়েছে, তার দাম কত জানেন? জি নিউজ জানায়, দিল্লিতে একটি বিলাসবহুল বাংলো রয়েছে আনন্দ আহুজার। ৩১৭০ বর্গফুট জায়গায় তৈরি হয়েছে ওই বাংলো। যার দাম কমপক্ষে ১৭৩ কোটি রুপি।

তবে বিয়ের পর সোনম-আনন্দ নাকি লন্ডনের নটিং হিল-এর নতুন বাংলোতেই বসবাস করবেন। আর সেই কারণে বিয়ের আগে থেকেই মুম্বাই, দিল্লি, লন্ডনে যাতায়াত শুরু করেছেন ’নিরজা’ অভিনেত্রী।

এদিকে ৬ মে মুম্বাইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের একটি পাঁচতারা হোটেলে হবে সোনম কাপুরের মেহেন্দির অনুষ্ঠান। ৮ মে বান্দ্রা বাসস্ট্যান্ডের কাছে একটি বিলাসবহুল হোটেলে হবে বিয়ে।

ওইদিন রাতে দ্যা লীলায় বসবে সোনম কাপুরের জমকালো রিসেপশন। যেখানে বলিউডের বড় বড় সেলিব্রিটিরা হাজির থাকবেন বলে জানা যাচ্ছে।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *