





বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী মেহেজাবিন চৌধুরী। ১৯ এপ্রিল ১৯৯১ সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন তিনি।






সেই সূত্রে গত ১৯ এপ্রিল ২৬তম জন্মদিন ছিল তার। তিনি এবার ঘরোয়াভাবে পালন






করেছেন তার জন্মদিন। সেখানে উপস্থিত ছিলেন তার কয়েকজন বন্ধু।






জন্মদিনে উপস্থিত ছিলেন, উজায়ের মিয়ান ও হান্নান আইমুন। তারা উভয়েই মেহজাবিনের বান্ধবী। সেদিন উজায়ের মিয়ান উপস্থিত
হয়েছিলেন তার সন্তানকে নিয়ে। জন্মদিনের দিন সেই সন্তানকে কোলে তুলে ছবিও তুলেছিলেন মেহজাবিন। গত ২৪ এপ্রিল তিনি তার জন্মদিনের কিছু ছবি ফেসবুকে আপ করে লিখেছেন, \’সবসময় পাশে থাকার জন্য বন্ধুদের ধন্যবাদ।\’
বন্ধুদের ভালোবাসায় সিক্ত মেহজাবিন। ছবি: সংগৃহীত
নিজের জন্মদিন প্রসঙ্গে মেহজাবিন বলেছিলেন, \’জন্মদিনে বাবা, মা, ভাই, বোন এবং বন্ধু বান্ধবদের সঙ্গেই কাটবে আমার। এবারের জন্মদিনটি আমি আমার মতো করেই কাটাতে চাই। সবার কাছে দোয়া চাই যেন আল্লাহ আমাকে, আমার পরিবারকে ভালো রাখেন আর আমি যেন ভালো ভালো গল্পের নাটক দর্শককে উপহার দিতে পারি।\’
ঠোঁট পাউট করে তিন বন্ধুর ছবি। ছবি: সংগৃহীত
সব সময়েই ভালো নাটক করতে চেষ্টা করেন তিনি। গত বছর \’বড় ছেলে\’ নাটকে অভিনয় করে তিনি দর্শক সমাদৃত হয়েছিলেন। এ নাটকে অভিনয় করে তিনি নিজেই যেন নিজের প্রতিদ্বন্দ্বী হয়ে গিয়েছেন। এ প্রসঙ্গে মেহজাবিন প্রিয়.কমকে বলেন, \’হ্যাঁ, এটা আসলে সেভাবে দেখতে গেলে, এটা সত্য। চেষ্টা করি প্রতিটি কাজই যেন আগের তুলনায় ভালো করতে পারি। এটাই চেষ্টা, সব সময় এই চেষ্টা ছিল।\’
নিজের সন্তান সমেত এসেছিলেন উজায়ের মিয়ান। ছবি: সংগৃহীত
২০০৯ সালে মেহজাবিন লাক্স চ্যানেল আই সুপার স্টার থেকে বিজয়ী হয়ে মিডিয়ায় আসেন। পৈত্রিক নিবাস চট্টগ্রামে হলেও শৈশব কেটেছে সংযুক্ত আরব আমিরাতে। পড়াশোনা করেছেন ফ্যাশন ডিজাইনিংয়ে।
মিয়েনার সন্তান কোলে মেহজাবিন। ছবি: সংগৃহীত
মেহজাবীন অভিনীত প্রথম নাটক ছিল ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত \’তুমি থাকো সিন্ধুপারে\’। এরপর অনেক নাটকে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে।
নাটকগুলো হচ্ছে, \’অপেক্ষার ফটোগ্রাফি\’, \’চেনা হয়ে যায় অচেনা\’, \’আনলিমেটেড হাসো\’, \’মনের মতো মন\’, \’তুলা রাশির ছেলে\’, \’অবশেষে অন্য কিছু\’, \’তুমি রবীন্দ্রনাথের অমিত নও\’, \’গরু যখন গুরু\’, \’চক্র,, \’টিয়ার শেষ পর্ব\’, \’মেট্রো পলিটন বিভ্রম,, \’তবুও অপেক্ষায়,, \’কট বিহাইন্ড\’, \’একটি পূর্ব পরিকল্পিত বিবাহ\’, \’জামাই ধরা, \’দরজা খোলা ছিল\’, \’ভুল ঠিকানায় যাত্রা\’, \’আমি কার\’, \’একটি অনাকাঙ্ক্ষিত প্রেমের গল্প\’, \’ব্রেক আপ\’, \’ব্রেক ডাউন\’, \’শূন্যতার বৃত্তে\’, \’একটি অসমাপ্ত ভালোবাসা\’, \’মেঘলা\’, \’বউ বদল\’, \’কমন ডায়ালগ\’, \’রিটার্ন\’, \’ভণ্ড জামাই\’, \’স্বপ্নিল\’, \’দ্য ক্লথ\’, \’ক্রেডিট কার্ড\’, \’ধান্দা\’, \’ইউনিভার্সিটি\’ \’অ্যাবনরমাল\’ ইত্যাদি।