





সম্প্রতি বলিউডে অভিষেক হচ্ছে নতুন কিছু মুখের, কখনো স্টারকিড বা কখনো আনকোরা।






এ বছরও বলিউডের সিলভার স্ক্রিনে দেখা যাবে একঝাঁক নতুন মুখ। তাদের অনেকের সঙ্গে






আমরা ইতিমধ্যেই পরিচিত। অনেকে আবার একেবারেই অচেনা। একনজরে দেখে নেয়া যাক এমনই কিছু নতুন মুখকে।






জাহ্ণবী কাপুরঃ মরাঠি ছবি \’সাইরাত\’ মহারাষ্ট্রে বিপুল সাড়া ফেলেছিল একসময়ে। এই \’সাইরাত\’-এর রিমেক তৈরি হচ্ছে বলিউডে।
যার নাম \’ধড়ক\’। শ্রীদেবীর মেয়ে জাহ্বী কাপুরের বলিউডে অভিষেক হতে চলেছে এই ছবি দিয়েই। কয়েক দিন আগেই কলকাতার ব্যস্ত রাস্তায় শুটিং হয়েছে এই ছবির। আগামী ৬ জুলাই মুক্তি পেতে চলেছে ছবিটি।
অনন্যা পাণ্ডেঃ চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যারও বলিউড অভিষেক হতে চলেছে এ বছরই। টাইগার শ্রফ এর উল্টো দিকে \’স্টুডেন্ট অব দ্য ইয়ার টু\’ ছবিতে দেখা যাবে অনন্যা পাণ্ডেকে।
সারা আলি খানঃ সাইফ আলি খানের কন্যা সারা আলি খানও এ বছরেই বলিউডে পা রাখতে চলেছেন। ব্যাক টু ব্যাক দুটি ছবিতে তাকে দেখা যাবে। \’কেদারনাথ\’ ছবিটিতে তাকে দেখা যাবে সুশান্ত সিংহ রাজপুতের বিপরীতে আর রোহিত শেট্টি পরিচালিত \’সিম্বা\’ ছবিতে তিনি রণবীর সিংহের সঙ্গে রোমান্স করবেন।
বণিতা সাধুঃ পরিচালক সুজিত সরকারের হাত ধরে এ বছরেই বলিউডে পা রাখতে চলেছেন বণিতা সাধু। সৌজন্যে \’অক্টোবর\’। এর আগে গুটিকয়েক বিজ্ঞাপনে মুখ দেখিয়েছেন বণিতা। আর তার পরেই একেবারে বরুণ ধাওয়ানের বিপরীতে। ১৩ এপ্রিল মুক্তি পাবে এই \’অক্টোবর\’।
অঙ্কিতা লোখান্ডেঃ টেলিভিশনের জনপ্রিয় মুখ অঙ্কিতা লোখান্ডেও এ বছরেই বলিউড ক্যারিয়ার শুরু করতে চলেছেন। কঙ্গনা রানাউতের সঙ্গে \’মণিকর্নিকা\’ ছবিতে তাকে দেখা যাবে। চলতি বছরের ২৭ এপ্রিল মুক্তি পাওয়ার কথা এই ছবির।
মৌনি রায়ঃ একসময়ের টেলিভিশনের চেনা মুখ মৌনি রায়ও এ বছরেই সিলভার স্ক্রিনে আত্মপ্রকাশ করতে চলেছেন। অক্ষয় কুমারের সঙ্গে \’গোল্ড\’ ছবিতে তো তিনি থাকছেনই, আবার রণবীর কাপুর আর আলিয়া ভাটের সঙ্গে \’ব্রহ্মাস্ত্র\’ ছবিতেও দেখা যাবে মৌনিকে।
ওয়ারিনা হুসেনঃ \’লভরাত্রি\’ ছবিটি দিয়ে বলিউড পা রাখতে যাচ্ছে এক আফগান মডেলের। ওয়ারিনা হুসেন নামের সেই মডেলকে দেখা যাবে আয়ুশের বিপরীতে।