





২৬ মার্চ বিবাহিত জীবনের ১৯ বছর পেরিয়ে ২০ বছরে পা দিয়েছেন রুনা লায়লা-আলমগীর দম্পতি। এ উপলক্ষে সেদিন রাতে সোনারগাঁও হোটেলে রুনাকে বিশেষ ট্রিট দেন আলমগীর। খাওয়ার সময় দুজন একসঙ্গে ছবিও তোলেন। ছবিগুলো নিজের ফেসবুকে প্রকাশ করেন রুনা। অন্য একটি পোস্টে রুনা লেখেন, ’অ্যানিভার্সারি ডিনার ট্রিট বাই হাব্বি। অ্যাই অ্যাম লাভিং ইট’। সূত্র:এমটিনিউজ২৪.কম