Home / মিডিয়া নিউজ / সবার কথা ঠিক না,থাকলে তো নিজেই এলাকার জন্য অনেক কিছু করতাম: আহমেদ শরীফ

সবার কথা ঠিক না,থাকলে তো নিজেই এলাকার জন্য অনেক কিছু করতাম: আহমেদ শরীফ

বাংলা ছা্যাছবির জগতে দীর্ঘদিন একযোগে কাজ করে গেছেন আহমেদ শরীফ। তার অভিনীত প্রত্যেকটা

ছবি বাংলার দর্শকদের কাছে অনেক জনপ্রিয়তা পেয়েছিল। তাই জনপ্রিয়তার দিকে দর্শকদের কাছে তার

জনপ্রিয়তা কারও থেকে কম নয়। তবে অনেক বছর পেরিয়ে তিনি বাংলা ছায়াছবির জগত

থেকে নিজেকে সড়িয়ে নিয়েছেন। তবে সম্প্রতি তিনি নিজের ইচ্ছের কথা জানিয়েছেন।

জানা যায়, অভিনয়ের পর এবার মেয়র হতে চান তিনি। সোমবার (৯ ডিসেম্বর) রাতে পূর্বপশ্চিমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমি এতদিন অভিনয় করেছি। তবে অনেক আগে থেকেই ইচ্ছে ছিল আমার এলাকা কুষ্টিয়ার জন্য কিছু করার। সে অনুযায়ী খাতা কলমে সব ছক করে রেখেছি। আমার ইচ্ছে ছিলো আমাদের ৬৪টি জেলা অন্যরকম ভাবে সাজানো হবে। কিন্তু হয়নি। আমি জনপ্রতিনিধি হলে আমার মনের মত করে আমার এলাকাকে অন্যভাবে সাজাবো।

ব্যক্তিগত উদ্যোগে কেন কিছু করছেন না জানতে চাইলে তিনি বলেন, এত দিনের ক্যারিয়ারে আমি অনেক ভালোবাসা পেয়েছি। অনেকেই মনে করে আমার কোটি কোটি টাকা। কিন্তু না আমার এত টাকা নেই। আমার থাকলে আমি নিজেই করতাম আমার এলাকার জন্য।

তিনি বলেন, আমার অনেক ইচ্ছে আমার এলাকা কুষ্টিয়ার উন্নয়নের জন্য কিছু করার। আমি দীর্ঘদিন বাংলা ছায়াছবিতে কাজ করেছি, তাই আমার কাছে অনেকেই বলেন, আপনি তো অনেক নামিদামি লোক আপনার অনেক টাকা। কিন্তু আমার কাছে টাকা থাকলে তো আমি নিজেই আমার এলাকার জন্য কিছু একটা করতাম।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *