Home / মিডিয়া নিউজ / শিশুর সঙ্গে দারুণ মুহূর্ত প্রিয়াঙ্কার, সাড়া ফেললো অনলাইনে

শিশুর সঙ্গে দারুণ মুহূর্ত প্রিয়াঙ্কার, সাড়া ফেললো অনলাইনে

প্রিয়াঙ্কা চোপড়া একজন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। যিনি অভিনয়ের পাশাপাশি বেশ

কয়েকটি সিনেমার গানে কন্ঠ মিলিয়ে দর্শকদের নজরে আসেন। এছাড়াও তাকে আন্তর্জাতিক তারকা

হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তবে তাকে আন্তর্জাতিক তারকা হিসেবে স্বীকৃতি দেওয়া হবেই বা না কেন!

যিনি বলিউডে অভিনয়ের পাশাপাশি হলিউডেও অভিনয় করে সারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ অভিনেত্রী

হিসবে প্রমান করেছেন। সিনেমা পাড়াকে দেখিয়েছেন কিভাবে বিশ্বতারকা হয়ে উঠতে হয়।

ভারতীয় সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি নিউইয়র্ক থেকে ভারতের মুম্বাই বিমানবন্দরে এসে নামেন প্রিয়াঙ্কা। আর এ সময় একটি শিশুর সঙ্গে বেশ হৃদ্যতাপূর্ণ অবস্থায় দেখা যায় তাঁকে। ওই শিশু পিসিকে উড়ন্ত চুমু ছুড়ে দেয়। জবাবে তাকে হাত নেড়ে বিদায় জানাতে দেখা যায় পিসিকে।

মিষ্টি ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এরই মধ্যে ভাইরাল হয়েছে। দারুণ ওই ভিডিওতে যেন বুঁদ হয়ে আছেন নেটিজেনরা। গতকাল শনিবার (২২ ফেব্রুয়ারি) পোস্ট করা ওই ভিডিওটি এরই মধ্যে চার লাখেরও বেশিবার দেখা হয়েছে।

প্রসঙ্গত, ২০০২ সালে ’ঠামিজান’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন মিস ওয়ার্ল্ড উপাধি খ্যাত জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। আগামীতে তাকে অভিনয় করতে দেখা যাবে মা আনন্দ শীলার বায়োপিকে কেন্দ্রীয় চরিত্রে। জানা যায়, অ্যামাজন স্টুডিওর ওই এই সিনেমাটিকে ব্যারি লেভিনসন পরিচালনা করবেন।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *