Home / মিডিয়া নিউজ / দেশে ফিরতে চান শ্রাবন্তী

দেশে ফিরতে চান শ্রাবন্তী

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন মডেল-অভিনেত্রী শ্রাবন্তী। কিন্তু এখন আর সেখানে ভালো

লাগছে না বলে জানিয়েছেন তিনি। অস্থির সময় পার করছেন বলে ফেসবুকে একটি স্ট্যাটাসও দিয়েছেন।

লিখেছেন, ’হায় রে শখের আমেরিকা! শুধু বাচ্চাদের জন্য এখানে, কিন্তু মনটা বাংলাদেশে। বাচ্চাদের এখানে সুন্দর ভবিষ্যৎ, তবু নিজের দেশের শান্তি আলাদা। ওরা যেতে চায় না। বুঝিয়ে বললাম, তা-ও কাজে দিল বলে মনে হলো না। ওদের কারণে এখনো এখানে আছি। তবে মনকে বোঝাতে না পারলে আমি পালাব। কথাগুলো শেয়ার করলাম, কারণ আমি শান্তি পাচ্ছি না। বাচ্চারা চায় ইউএসএ আর ওদের মা-বাবা চায় বাংলাদেশ। বড়ই কঠিন সিদ্ধান্ত।’
সূত্র:kalerkantho

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *