Home / মিডিয়া নিউজ / মধ্যবয়সের প্রান্তে দাঁড়িয়ে বিয়ের পিঁড়িতে হঠাৎ বৃষ্টি’র নায়িকা

মধ্যবয়সের প্রান্তে দাঁড়িয়ে বিয়ের পিঁড়িতে হঠাৎ বৃষ্টি’র নায়িকা

হঠাৎ বৃষ্টি ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি প্রণয়ধর্মী চলচ্চিত্র। বাংলাদেশ-ভারতের

যৌথ প্রযোজনার এই ছবিটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান চলচ্চিত্রকার বাসু চ্যাটার্জি।

ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় ফেরদৌস (বাংলাদেশ) ও প্রিয়াঙ্কা ত্রিবেদী (ভারত)।

এটি ভারত ও বাংলাদেশে দারুণ ব্যবসায়ীক সাফল্য লাভ করে ।এটি মূলত ১৯৯৬-এ জাতীয়

পুরস্কার প্রাপ্ত তামিল ভাষা’র কাধাল কত্তাই চলচ্চিত্রের পুনর্নির্মাণ এবং একই গল্পে বলিউড-এ নির্মাণ করা হয় স্রেফ তুম ছবি।

সময়টা ১৯৯৮ সাল। নির্মাতা বাসু চ্যাটার্জি পরিচালিত ’হঠাৎ বৃষ্টি’ ছবিটি মুক্তি পায়। সেই ছবি দিয়ে দুই বাংলার সিনেমায় অভিষেক ঘটে চিত্রনায়ক ফেরদৌস। ছবিটিতে তার সঙ্গে নায়িকা হিসেবে ছিলেন মিস ক্যালকাটা খ্যাত প্রিয়াঙ্কা ত্রিবেদী।

ছবিতে আরও দুটি প্রধান নারী চরিত্রে আছেন শ্রীলেখা মিত্র ও জুন মালিয়া। ছবিটিতে রাজস্থানী যুবতীর চরিত্রে অভিনয় করেছিলেন জুন।

জনপ্রিয় গান ’সোনালী প্রান্তরে’-তে ফেরদৌস যখন ঠোঁট মেলান তখন রাজস্থানী নাচে দর্শকের মন ভরিয়েছেন এই নায়িকা। হঠাৎ করেই তিনি আলোচনায় বিয়ের সংবাদে। জানা গেছে, শিগগিরই দ্বিতীয়বারের মতো বিয়ে করতে চলেছেন জুন মালিয়া। তার বিয়ে নিয়ে কলকাতায় শোরগোল। অনেকেই বলছেন, জুনের বিয়েটি একটি দৃষ্টান্ত।

কারণ হিসেবে কলকাতার গণমাধ্যম দাবি করছে নায়িকার এক পুত্র, আরেক কন্যা রয়েছে। তারাও কলকাতার শোবিজের মানুষদের কাছে খুব আদরের। জুনের বিবাহবিচ্ছেদ হওয়ার পর দুই সন্তানকে পরম যত্নে বড় করেছেন তিনি। একাই লড়েছেন সব প্রতিকূলতার বিরুদ্ধে। ছেলেমেয়ের ইচ্ছেপূরণে কোনো খামতি রাখেননি তিনি। এজন্য জুনকে শ্রদ্ধাও করেন সবাই।

সেই এবার বিয়ের পিঁড়িতে বসছেন মধ্যবয়সের প্রান্তে দাঁড়িয়ে। আলোচনা হবারই কথা! টলিউডের এই নায়িকার সৌন্দর্যে বাঁধা পড়েছে অগুণতি মন। ২৩ বছর ধরে ছোট থেকে বড় পর্দায় তার একই দাপট। জন্মদিন আসে, কিন্তু বয়স বাড়ে না তার, এমনটাও সকলে বলেন টলিউডে। এবার অসংখ্য অনুরাগীর হৃদয় ভেঙ্গে ১ ডিসেম্বরে সাতপাকে বাঁধা পড়ছেন তিনি।

তার মনের মানুষ সৌরভ চট্টোপাধ্যায়ের সঙ্গে বেশ কিছুটা আগেই সম্পর্ক শুরু হলেও এতদিন বিয়ে করার সিদ্ধান্ত নেননি জুন।

উল্লেখ্য,জুন মালিয়া অথবা জুন মাল্লিয়াহ অথবা জুনি মালিয়া হলেনে একজন বাঙালী অভিনেত্রী। তিনি হলেন একজন লোকহিতৈষী ব্যক্তি এবং পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের একজন অন্যতম সদস্য।অনেক দিন আগে জি বাংলার একটি অনুষ্ঠানে এসে জুন মালিয়া বলেছিলেন, তিনি সিঙ্গেল মাদার। ডিভোর্স হওয়ার পর আর বিয়ে করেননি। তাঁর দুই সন্তান, শিবাঙ্গী আর শিবেন্দ্র। তাঁদের বড় করছেন। এবার জানা গেল, ভারতের কলকাতার বড় পর্দা ও ছোট পর্দার তারকা জুন মালিয়া আবার বিয়ে করছেন।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *