





সঞ্জয় ১৯৯৮ সালে রিয়া পিল্লাই নামের এক মডেলকে বিয়ে করেন। ২০০৫ সালে তাদের মধ্যে






ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর সঞ্জয় ২০০৮ সালে মান্যতাকে গোয়াতে গোপন এক অনুষ্ঠানে বিয়ে করেন,






বিয়ের আগে তারা দুই বছর প্রেম করেছিলেন। ২০১০ সালের ২১ অক্টোবর তারিখে সঞ্জয় আর মান্যতা জমজ ছেলেমেয়ের পিতামাতা হন






১.রকি সিনেমা থেকেই ঘনিষ্ঠতা বাড়ে সঞ্জয় দত্ত এবং টিনা মুনিমের।খবর রটে তারা নাকি বিয়েও করেছিলেন।কিন্তু এই সম্পর্ক বেশিদিন টিকতে পারে নি।
২.ঋচা শর্মা সঞ্জয়ের প্রথমা স্ত্রী।তাদের সন্তান ত্রিশলা।তাদের বিয়ে দীর্ঘস্থায়ী হয়নি।পরবর্তীতে ব্রেন ক্যান্সারে মারা যান ঋচা।
৩.মুম্বই বিস্ফোরণে সঞ্জয়ের নাম থাকায় মাধুরী দীক্ষিত ছেড়ে চলে যান তাকে।যদিও ইনি একসময় বিয়ে করতে চেয়েছিলেন সঞ্জুকে।
৪.মাধুরীর পর লিসা রে-এর সঙ্গে সম্পর্কে জড়ান সঞ্জয়।কিন্তু এই সম্পর্কের মেয়াদও শেষ হয়ে যায় শীঘ্রই।
৫.এর পর সঞ্জয় বিয়ে করেন বিখ্যাত মডেল রিয়া পিল্লাইকে কিন্তু এই বিয়েরও পরিণতি ছিল ডিভোর্স।
৬.বলিউডের বিখ্যাত তারকা অভিনেত্রী রেখার সাথেও সম্পর্কে ছিলেন সঞ্জয় দত্ত।
উল্লেখ্য,সঞ্জয় দত্ত হলেন ভারতের একজন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা। তিনি অভিনয়শিল্পী দম্পতি সুনীল দত্ত ও নার্গিস দত্তের সন্তান।
১৯৮১ সালে চলচ্চিত্রে অভিষেকের পর তিনি ১৮০-এর অধিক হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন। যদিও দত্ত প্রণয়ধর্মী থেকে শুরু করে হাস্যরসাত্মক চলচ্চিত্রে শ্রেষ্ঠাংশে অভিনয় করে সফলতা অর্জন করেছেন, নাট্যধর্মী ও মারপিঠধর্মী চলচ্চিত্রে গ্যাংস্টার, গুন্ডা ও পুলিশ অফিসার চরিত্রে অভিনয় করে তিনি বেশি সমাদৃত হয়েছেন