Home / মিডিয়া নিউজ / মৃত্যু একমাত্র সমাধান কিছু কিছু ঘটনার, মাঝরাতে হঠাৎ স্ট্যাটাস উর্মিলার

মৃত্যু একমাত্র সমাধান কিছু কিছু ঘটনার, মাঝরাতে হঠাৎ স্ট্যাটাস উর্মিলার

’লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় ২০০৯ সালে অংশ নিয়ে সেরা দশে পঞ্চম স্থান

দখল করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষার্থী উর্মিলা শ্রাবন্তী কর। এরপর অল্প সময়েই

শোবিজে নিজের অবস্থান তৈরি করে নেন। টিভি পর্দার এই সময়ের জনপ্রিয় এই অভিনেত্রীর

ফেসবুক দেওয়া একটি স্ট্যাটাস আলোচনার সৃষ্টি করেছে। মৃত্যু সম্পর্কিত ওই স্ট্যাটাসে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন নির্মাতা থেকে শুরু করে তার ভক্ত-অনুসারীরা।

২৬ জানুয়ারি, শনিবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন উর্মিলা শ্রাবন্তী কর। এর পরপরই বিষয়টি দৃষ্টি কাড়ে তার ফেসবুকে থাকা বন্ধুদের।

উর্মিলা তার ওই স্ট্যটাসে লিখেছেন, ’মৃত্যু একমাত্র সমাধান কিছু কিছু ঘটনার…।’ এর বাইরে আর কিছু লিখেননি।

নির্মাতা-ভক্তরা বিভিন্ন মন্তব্য করলেও তার প্রতিউত্তর দেননি। বেশিরভাগ মন্তব্যই ছিল উর্মিলার সঙ্গে ভিন্নমত অর্থাৎ মৃত্যু কখনো কোনো সমস্যার সমাধান হতে পারে না, এমনটাই বলছিলেন তারা।

শোবিজের কেউ কেউ বলছেন, ব্যক্তিজীবনে অস্থিরতা স্পর্শ করেছে টেলিভিশনের জনপ্রিয় এ অভিনয়শিল্পীকে। এ কারণেই এমন স্ট্যাটাস দিয়েছেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমে।

স্ট্যাটাসে মন্তব্যের ঘরে জনপ্রিয় নির্মাতা শরাফ আহমেদ জীবন লিখেছেন, ’মাঝরাতের কথাবার্তা এমনই হয়! একটু ভালো করে ঘুমান ম্যাডাম!’

মোহাম্মদ এন করিম লিখেছেন, ’মৃত্যু কোনো সমাধান হতে পারে না।’

সাইফুল ইসলাম ভূঁইয়া লিখেছেন, ’মৃত্যু জীবনের শ্বাস-প্রশ্বাসের সমাধান দিতে পারে কিন্ত সম্যসার সমাধান দিতে পারে না।’

তারেক রহমান খান লিখেছেন, ’মৃত্য কোনো কিছুর সমাধান হতে পারে না। যেকোনো সমস্যার সমাধান মোকাবেলা করে সমাধান করতে হয়।’

শাহিন রহমান লিখেছেন, ’কি হলো উর্মিলা! এসব ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলো। সব সমস্যার সমাধান হয় না। কিছু সমস্যা আমরা বয়ে নিয়ে বেড়াই। তবু সকল সমস্যা ছাপিয়ে জীবনই মুখ্য। মৃত্যু নয়।’

হৃদয় ইসলাম লিখেছেন, ’ধৈর্য ধারণ করা বুদ্ধিমানের কাজ। সব ঠিক হয়ে যাবে।’

ঠিক কী কারণে উর্মিলা শ্রাবন্তী কর এমন স্পর্শকাতর বিষয়ে স্ট্যাটাস দিলেন? তা জানতে চেয়ে যোগাযোগ করা হয়।

২৭ জানুয়ারি, রবিবার দুপুরে উর্মিলা বলেন, তেমন কোনো কারণ নেই। এমনিতেই তিনি ’মৃত্যু’ সম্পর্কিত এ স্ট্যাটাস দিয়েছেন। এ বিষয়ে আর কিছু বলতে চাননি এই অভিনেত্রী।

একইসঙ্গে উর্মিলার ওই স্ট্যাটাসটিও এখন আর দেখা যাচ্ছে না ফেসবুকে। সমালোচনার কারণে তিনি সম্ভবত তা মুছে ফেলেছেন।

বর্তমানে টিভি নাটকের ব্যস্ত শিল্পীদের মধ্যে অন্যতম একজন ঊর্মিলা। ২০১০ সালে তাহের শিপনের নির্দেশনায় ’জটিল প্রেম’ নামের একটি নাটকে প্রথম অভিনয় করেন। ছোট পর্দার পাশাপাশি বিজ্ঞাপনেরও জনপ্রিয় মুখ উর্মিলা।

সিটিসেল জুম আলট্রা, ডানো, মেরিল বেবি লোশন, বাংলা লায়ন ওয়াইম্যাক্সসহ বেশ কিছু বিজ্ঞাপনের মডেল হয়েছেন এই অভিনেত্রী।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *