





আরাধ্যর জন্মদিন। হাজির হয়ে গিয়েছিল বলিউডের \’লিটল চ্যাম্পস\’রা। ছিল শাহরুখ পুত্র আব্রামও।






আর সেখানেই আব্রামের দেখা পেয়ে হ্যান্ডশেক করতে এগিয়ে গেলেন বিগ বি। পাশে তখন শাহেনশার কন্যা শ্বেতা বচ্চন।






আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, ইনস্টাগ্রামে আব্রামের সঙ্গে এই ছবিটিই শেয়ার করেছেন অমিতাভ বচ্চন।






আর ক্যাপশনে লিখেছেন দু\’জনের মিস্টি আলাপচারিতার গল্প। ইনস্টাগ্রামে মিস্টার বচ্চন লিখছেন,
\’ছোট্ট আব্রাম! শাহরুখের মিস্টি ছেলেটা, যে এখনও বিশ্বাস করে যে আমিই তার বাবার বাবা।\’ এতো পুরনো গল্প। কিন্তু এখন অমিতাভকে কী বললেন ছোট্ট আব্রাম
এর আগেও একটি ছবিতে দেখা গিয়েছিল জুনিয়র শাহরুখ অর্থাৎ আব্রামকে ক্যান্ডি ফ্লোজ (হাওয়াই মিঠাই) কিনে দিচ্ছেন বিগ বি।
দাদার কাছে ক্যান্ডি ফ্লোজ কিনে দেওয়ার বায়না জুড়েছিল ছোট্ট আব্রাম। আর সেই পোস্টেই অমিতাভ বচ্চন জানিয়েছিলেন যে, আব্রাম তাকে সত্যি সত্যিই দাদু ভাবে।
তবে এখনও আব্রামের সেই ভুল ধারণা ভাঙেনি। বরং ছোট মনে ধন্দে যেন আরও একটু বেড়েছে। এখন আব্রামের প্রশ্ন, শাহরুখের বাবা কেন শাহরুখের সঙ্গে থাকেন না? অর্থাৎ শাহরুখ আর অমিতাভ কেন একসঙ্গে থাকেন না? এমন কথাই লিখেছেন বিগ বি অমিতাভ বচ্চন।
শনিবারই সাত বছরে পা দিল অভিষেক আর ঐশ্বরিয়ার কন্যা আরাধ্য বচ্চন। আর তার জন্মদিনের পার্টিতে হাজির ছিলেন শিল্পা শেঠি থেকে ফারহা খান,
এষা দেওল সকলেই। ছিল তাদের সন্তানেরাও। অনুষ্ঠানে আরাধ্য আর বাকি বাচ্চাদের অনুরোধে নাচতেও হয়েছিল সিনিয়র বচ্চনকে। তবে বরাবরই বিগ বি-র নজর কাড়েন জুনিয়র শাহরুখ। আর এবারও তার অন্যথা হল না।
সূত্র:পরিবর্তন