





সংযুক্ত আরব আমিরাতে ভিড় জমিয়েছেন তারকারা। আছেন সংগীতশিল্পী, অভিনয়শিল্পিসহ






বাংলাদেশের বিনোদন জগতের অনেকেই। তাদের মধ্যে রয়েছেন- সংগীতশিল্পী পিন্টু ঘোষ,






প্রতিক হাসান অভিনয়শিল্পী নিরব হোসেন, অপু বিশ্বাস, মীরাক্কেল তারকা আবু হেনা রনি, লাক্স-তারকা বিপাশা কবির ও তুর্য নাসিরসহ আরও অনেকে।






একসঙ্গে তারা অংশ নিচ্ছেন সেখানকার প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে, ভোজন অনুষ্ঠানে। এ ছাড়াও ঘোরাঘুরিসহ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপের খেলা দেখতেও ভোলেননি অনেকে। এশিয়া কাপের ম্যাচ গ্যালারিতে বসে অভিনেতা নিরবকে লাইভ ভিডিও পোস্ট করতেও দেখা গেছে। সেই সঙ্গে তারকারা দুবাইয়ে করা নানা কর্মকাণ্ডের ছবি পোস্ট করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
১৭ সেপ্টেম্বর অভিনেতা তুর্য নাসির ফেসবুকে তারকাদের সঙ্গে মধ্যাহ্নভোজের বেশ কিছু ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেন, \’এটিএন বাংলা চেয়ারম্যান মাহফুজুর রহমান ও ইউএইর ব্যবসায়ী মাহতাব উদ্দীন নাসেরের আয়োজনে দুপুরের খাবার ও হোটেল শেরাটনে নৈশভোজ।\’
১৫ সেপ্টেম্বরে এক ঝাঁক তারকার সঙ্গে বেশ কিছু ছবি পোস্ট দিয়ে লাক্স-তারকা বিপাশা জানান, সংযুক্ত আরব আমিরাতে আল হারামাইন পারফিউমের ফ্যাক্টরি কমপ্লেক্সে দুপুরের খাবার খেতে জড়ো হয়েছেন তারা।
১৪ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের শারজার এক্সপো সেন্টারে প্রবাসী বাঙালিদেরদের জন্য অনুষ্ঠিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন তারকাদের একাংশ। ১৪ সেপ্টেম্বর ওই অনুষ্ঠানে অংশ নেওয়ার কিছুক্ষণ আগে মীরাক্কেল তারকা রনি তারকাদের সঙ্গে অনেকগুলো ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেন, \’অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আমারা সবাই তৈরি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।\’