





বলিউডে সুপারস্টার সাইফ আলী খানের মেয়ে সারা আলি খানের শিগগির অভিষেক হতে যাচ্ছে।






রোহিত শেঠি পরিচালিত ’সিম্বা’ ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন বলিউডের ’গুল্লি বয়’






রণবীর সিং। অভিষেকের আগেই তারকাকন্যা সারা জনপ্রিয়।






সারা ঘর থেকে বের হলেই পাপারাজ্জিরা ঘিরে ধরে, ছবি তোলে। সারাও হাসিমুখে পোজ দেন।






কিন্তু এবার চটলেন তিনি। সাংবাদিকদের বললেন, প্লিজ, এসব বন্ধ করুন। কিন্তু কেন?
মাত্র তিন দিন আগে সারার ফুফু সোহা আলী খানও চটেছিলেন সাংবাদিকদের ওপর। সোহা তাঁর শিশুকন্যা ইনাইয়াকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন।
গাড়ি থেকে নামামাত্রই মা-মেয়ের ছবি তুলতে ভিড় জমে পাপারাজ্জিদের। নিখুঁত ছবি তোলার জন্য আলোকচিত্রীরা অতিরিক্ত ফ্ল্যাশ ব্যবহার করেন। ফ্ল্যাশের আলোয় শিশুকন্যার যে ক্ষতি হতে পারে, এ কথা মাথায়ই ছিল না তাঁদের।
রেগেমেগে সোহা বলেছিলেন, ’যখন আপনাদের বাচ্চা হবে না, তখন দেখব। আমিও তাদের ওপর এত ফ্ল্যাশ ব্যবহার করব।’
যাই হোক, গতকাল শনিবার ছবি তোলার মতো মুড ছিল না সারা আলী খানের। শ্রী মুক্তিশ্বর মন্দিরে সারা গিয়েছিলেন প্রার্থনা করতে। সঙ্গে ছিলেন মা অমৃতা সিং ও ভাই ইব্রাহিম আলী খান। প্রার্থনা শেষে মন্দিরের বাইরে থাকা দুঃস্থ লোকজনকে দানও করেন তিনি। খবর ইন্ডিয়া টুডের।
সারা যখন দুঃস্থদের দান করছিলেন, ঠিক ওই সময় সাংবাদিকরা সেখানে ভিড় জমায়। সবসময় শান্তশিষ্ট থাকা সারা আল খান তাদের ’শিক্ষা’ দেন। বলেন, ’প্লিজ, এসব বন্ধ করবেন না? প্লিজ বন্ধ করুন। ভাই, আমি আছি তো, বন্ধ করুন। এটা মন্দির, এমন করবেন না।’ ইন্টারনেটে ওই ভিডিও ভাইরাল হয়।
মাত্র দশ দিন আগে সারা আলী খান ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলেন। ভারতের স্বাধীনতা দিবসে তিনি প্রথম পোস্ট করেন। পোস্টটিও ছিল নান্দনিক। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ভিজ্যুয়াল পপ-আর্ট শেয়ার করে ইনস্টাগ্রাম-যাত্রা শুরু করেন তিনি। অভিষেকের পরই তাঁর ফলোয়ারের সংখ্যা হু হু করে বাড়ছে। বলিউড তারকারাও তাঁকে অনুসরণ করছেন।
অভিষেক কাপুরের ’কেদারনাথ’ ছবি দিয়ে সারার বলিউডে অভিষেকের কথা ছিল। কিন্তু পরে জানা যায়, ’সিম্বা’ ছবি দিয়ে অভিষেক হচ্ছে তাঁর। এ ছবিতে রণবীর সিং পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করছেন।
আর ’কেদারনাথ’ ছবিতে সারার বিপরীতে রয়েছেন সুশান্ত সিং রাজপুত। সিনেমাটি ভালোবাসার গল্পের। ২০১৩ সালের জুনে বন্যাকবলিত একটি এলাকায় দুই তরুণ-তরুণীর সংগ্রাম ও রোমাঞ্চের গল্প এটি। সারার ছবি মুক্তির অপেক্ষায় ভক্তরা।