Home / মিডিয়া নিউজ / প্রিয়জনকে যেভাবে প্রপোজ করেছিলেন এই তারকারা

প্রিয়জনকে যেভাবে প্রপোজ করেছিলেন এই তারকারা

বলিউডের পর্দা কাঁপানো তারকা তারা। রঙিন পর্দায় নিজেদের প্রেম-ভালোবাসা, রোমান্টিকতা প্রকাশ

করেছেন বহুবার। তবে শুধু পর্দায় নয়, রিয়েল লাইফেও তারা অনেক রোমান্টিক। পার্টনারকে তারা

প্রপোজ করেছেন ফিল্মি কায়দায়। কেউ সমুদ্রের ধারে হাঁটু গেড়ে বসে প্রেম নিবেদন করেছেন,

কেউ আবার কফি মগে ফেলে দিয়েছেন দুর্দান্ত একটি এনগেজমেন্ট রিং। বলিউডের তেমনই কয়েকজন রোমান্টিক জুটিকে নিয়ে তৈরি করা হয়েছে এই প্রতিবেদন-

শাহরুখ খান-গৌরি

টিনএজ থেকেই গৌরির সঙ্গে ডেটিং শুরু করেছিলেন শাহরুখ। বলিউড বাদশার অতিরিক্ত নজরদারিতে বিরক্ত হয়ে একবার ব্রেকআপ করে মুম্বাই চলে যান গৌরি। তাকে খুঁজতে মুম্বাই আসেন শাহরুখও। বিচে হঠাৎই দেখা হয়ে যায় দু’জনের। কেঁদে ফেলেন দু’জনেই। সেই মুহূর্তে গৌরিকে ফের প্রপোজ করেছিলেন শাহরুখ আর গৌরির উত্তর ছিল ’হ্যাঁ’।

অক্ষয়-টুইঙ্কল

একটি ম্যাগাজিনের শুট করার সময় টুইঙ্কেলের সঙ্গে ডেট শুরু করেন অক্ষয়। এক বছর পর টুইঙ্কেলকে প্রপোজ করেছিলেন ’খিলাড়ি’। তবে, ক্যারিয়ারের জন্য টুইঙ্কেল নাকি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। পরে ’মেলা’ সিনেমা ফ্লপ করার পর অক্ষয়ের প্রস্তাবে সায় দিয়েছিলেন নায়িকা।

অভিষেক-ঐশ্বরিয়া

’গুরু’ সিনেমা থেকেই প্রেমের শুরু। নিউ ইয়র্কে শুটিংয়ের সময় হোটেলের একটি নির্দিষ্ট ব্যলকনিতে দাঁড়িয়েই ঐশ্বরিয়ার কথা ভাবতেন অভিষেক। পরে যখন ’গুরু’র প্রিমিয়রে এক সঙ্গে নিউ ইয়র্কে যান, তখন সেই হোটেলের সেই ব্যালকনিতে দাঁড়িয়েই ঐশ্বরিয়াকে বলেছিলেন, ’উইল ইউ ম্যারি মি?’ অবশেষে ২০০৭-এ চার হাত এক হয় এই যুগলের।

সাইফ-কারিনা

শাহিদ কাপূরের সঙ্গে বিচ্ছেদের পর সাইফের প্রেমে পড়েন কারিনা। সাইফ কারিনাকে নাকি প্রপোজও করেছিলেন ফিল্মি কায়দায়।

কিন্তু, ক্যারিয়ারের জন্য প্রথমে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন কারিনা। পরে, অবশ্য ’হ্যাঁ’ বলতে দু’বার ভাবেননি।

কর্ণ-বিপাশা

রূপকথার মতো বিপাশাকে প্রপোজ করেছিলেন কর্ণ। বিপাশার সামনে হাঁটু গেড়ে দশ মিনিট বসেছিলেন তিনি। প্রথমে বিপাশা এড়িয়ে গেলেও পরে আর ’না’ করতে পারেননি।

হৃতিক-সুজান

টিনএজ থেকেই সুজানের প্রেমে পাগল ছিলেন হৃতিক। প্রপোজ করতে গিয়ে সুজানের কফি মগের মধ্যে রেখে দিয়েছিলেন এনগেজমেন্ট রিং।

কফি খেতে গিয়ে সুজান তো থ! ২০০০ সালে বিয়ে করেন তারা। ২০১৪-তে অবশ্য দু’জনের বিচ্ছেদ হয়ে যায়।

সূত্র : আনন্দবাজার

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *