Home / মিডিয়া নিউজ / ‘সবাই আমাকে বিয়ে করার প্রস্তাব দেয়’ : সাবিলা নূর

‘সবাই আমাকে বিয়ে করার প্রস্তাব দেয়’ : সাবিলা নূর

সামাজিক যোগাযোগমাধ্যমে আজকাল অনেক ঘটনাই ঘটে থাকে। একজনের আড়ালে অন্যজন কতকিছুই করে।

হয়তো সেটি জানাজানি হয় একটি পরে। বিশেষত, আজকাল সামনা সামনি দেখা না হলেও সোস্যাল

মিডিয়ায় প্রেম করার প্রবণতা বেড়ে গেছে। এমনকি অনেকেই ফেসবুকে প্রেম কিংবা বিয়ের প্রস্তাবও দিচ্ছে।

হালের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাবিলা নূরও তাদের বাইরে নন। তবে তিনি নিজে থেকে তা হয়তো করছেন না।

তাকে এসব পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে প্রায়শই। আর গণমাধ্যমে কথা বলতে গিয়ে অভিনেত্রী তেমনটিই জানিয়েছেন।

সাবিলা নূরের কাছে জানতে চাওয়া হয়েছিল- ফেসবুকের ইনবক্সে কী ধরনের প্রস্তাব তিনি বেশি পান?

উত্তরে সাবিলা সলজ্জ ভঙ্গিতে বলেন, ’ফেসবুকে সবাই আমাকে বিয়ে করার প্রস্তাব দেয়। কিন্তু আমি এটার কোনো উত্তর দিতে পারি না। আমার লজ্জা লাগে।’

কোনো একদিন উত্তর যদি দেন তবে কি এভাবেই অকপটে প্রেমপ্রস্তাবে সায় দেয়ার কথা স্বীকার করবেন সাবিলা? সেটি জানতে সময়ের পানে তাকিয়ে থাকতে হচ্ছে আপাতত।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *